আজ আছি,কাল নাও থাকতে পারি
মোদ্দা কথা?
আজ আছি, কাল নাও থাকতে পারি।
"একটু আসছি", বলে কেউ বেরিয়ে যায়...
ফিরে আসে না।
“দুগ্গা দুগ্গা” বলে গেটের মুখে দাঁড়িয়ে থাকা মা—
যার ছেলেটা কাশ্মীর যাচ্ছে,
সে জানে না, আরও একবার গেটের ও-মাথা দিয়ে সে ফিরবে কি না।
আজ রাতে
একটা দূরপাল্লার ট্রেন
সরাসরি ধাক্কা খেতে পারে
অন্য একটা স্বপ্নবোঝাই ট্রেনের সাথে।
কাল যে আপনাকে রিসিভ করতে এসে
এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে থাকবে
ফুলের তোড়া হাতে,
তার সেই উচ্ছ্বাসমাখা জড়িয়ে ধরা
হয়তো আর সম্ভবই হবে না।
আজকের ভাতের থালাটাও হয়তো শেষ হবে না...
শেষ গ্রাসটা আসার আগেই সমাপ্তি।
জীবনের নামটাই অনিশ্চয়তা
আমরা জানি না কিছুই।
তবু বড্ড বেশি জেনে ফেলেছি ভেবে অহংকার করি।
মানুষকে ছোট করি, অবহেলা করি, রেষ করি।
ভালোবাসা জাহির করতে লজ্জা পাই,
ভুল করলেও ক্ষমা চাই না,
সামনের মানুষটা হয়তো কাল থাকবে না, তাও সময় দিই না।
আমরা ভাবি সময় আছে...
আসলে সময় ছিলোই না।
কেউ জানে না কে কখন শেষ ট্রেনটা ধরবে,
আর কে চিরদিনের জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাবে।
তাহলে কী করবো আমরা?
অল্প সময়ের মধ্যেই খুব করে ভালোবাসা শিখে নিতে হবে।
জীবনটাকে mute করে রাখা যাবে না আর।
- সময় থাকতে ফোনটা করুন
- ক্ষমা চাইতে হলে আজই বলুন
- কারো দিকে তাকিয়ে "তুই ভালো থাকিস" বলুন
- হালকা করে হাসুন, গভীর করে জড়িয়ে ধরুন
- বেঁচে থাকুন... মন খুলে, প্রাণ খুলে
💬 কারণ শেষ লাইনে এসে
জীবন সবসময় একটা প্রশ্ন করে—
“তুই ঠিক করে বাঁচলি তো?”
🙏 #UnmuteLife | #LiveFully | #CherishNow
লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। এই ব্লগে পাবেন মাইন্ডসেট, মোটিভেশন, আর লাইফস্টাইল নিয়ে রিফ্রেশিং লেখা, যা আপনাকে ভাবতে শেখাবে আর বদলাতে অনুপ্রাণিত করবে। আপনি বদলালে, বদলাবে আপনার দুনিয়া।